Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন

এক নজরে কালিকাপুর ইউপি।

আত্রাই উপজেলার পশ্চিমে আত্রাই নদীর দক্ষিণ তীরে কালিকাপুর ইউনিয়ন অবস্থিত। এরপ্রশাসনিক ভবন শলিয়া গ্রামে।কালিকাপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহবিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব ঐতিহ্য বজায় রেখেছে।

ক) নাম- কালিকাপুরইউনিয়ন পরিষদ ।

খ) আয়তন-             (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা-২১৬৩৬  (প্রায়) (২০১১ সালের হিসাব অনুযায়ী) ।

ঘ)  গ্রামের সংখ্যা- ২৫টি ।

ঙ) মৌজার সংখ্যা-১৭টি ।

চ) হাট/বাজার সংখ্য-৪ টি ।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম- ইঞ্জিন চালিত নৌকা, রিক্সা, ভ্যান ও সি এনজি।

জ) শিক্ষার হার-৫০% ।

   কলেজ- ১টি ।

   সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৭ টি । 

  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- ৩ টি

  নিম্ন মাধ্যমিকবিদ্যালয়- ১ টি ।

   মাদ্রাসা -৪ টি ।

ঝ) দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান- জনাব মোঃ আলাউদ্দীন মন্ডল।

ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান-   টি

ঠ) ইউপি ভবন স্থাপন কাল- ১৯৩১খৃঃ ।

    ড) নব গঠিত পরিষদের বিবরণ-

   ১) শপথ গ্রহনের তারিখ-চেয়ারম্যানঃ ১৬-০৮-২০১১   খৃঃ মেম্বারঃ১৭-০৮-২০১১খৃঃ

   ২) প্রথম সভার তারিখ-............................খৃঃ ।

   ৩) মেয়াদ উত্তীর্ণীনের তরিখ- ১২/০৮/২০১৬

   ঢ) গ্রাম সমুহের নাম-

        বড়কালিকাপুর, ক্ষিদ্রকালিকাপুর, আন্দারকোটা, বেজপাড়া, বাউল্যাপাড়া, বিষ্ণুপুর, উজানবাগমারা, তারানগর, লালুয়া, শলিয়া, হরপুর, গন্ডগোহালী, মদনডাঙ্গা, আটগ্রাম ডাঙ্গাপাড়া, আটগ্রাম, ডাঙ্গাপাড়া, রায়পুর, পূর্ব্ দূর্গাপুর, ধনেশ্বর, বাজে-ধনেশ্বর, উলাবাড়ীয়া, বাগমারা, বামনীগ্রাম, গোয়ালবাড়ী, পাইকড়া।

ছ) ইউনিয়ন পরিষদের জনবল

   ১) নির্বাচিত পরিষদ সদস্য-১৩জন ।

   ২) ইউনিয়ন পরিষদ সচিব- ১জন ।

   ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ৯জন ।